আল্লাহর চেহারা এবং দেহাবয়ব হওয়া সম্পর্কে কুরআন বনাম হাদিস

😍😍😍আল্লাহর চেহারা এবং দেহাবয়ব হওয়া সম্পর্কে কুরআন ⚽️বনাম🏈 হাদিস:::😍😍😍

😍😍😍কোরআন মোতাবেকঃ😍😍😍

# সুরা- আনআম ১০৩, “দৃষ্টি তাঁহাকে অবধারণ করিতে পারেনা”# সুরা- শুরা-১১,আয়াতঃ ” কোন কিছুই তাঁহার সাদৃশ্য নহে “# সুরা- আরাফ, তুমি আমাকে কখনই দেখিতে পাইবে না”

বনাম:::🧐🧐🧐

উপরোক্ত আল্লাহর বানীর সাথে সহীহ্ বোখারী শরীফ ও মুসলিম শরীফ এ বর্ণিত হাদিস যদি আমাদের আকল দিয়ে বিচার-বিশ্লেষণ করি তাহলে কি দাড়াঁয়ঃ-

🥶🥶🥶হাদিস মোতাবেকঃ 😎😎😎🤪🤪🤪🥶🥶

১) আল্লাহ রাব্বুল আলামিন, তাঁর সৃষ্টির সম্মুখে প্রকাশ্যে উপস্থিত হবেন,এবং মানুষ তাঁকে পূর্ণিমা চাঁদের মত দেখতে পাবে। 😱😱😱

বোখারী শরীফ, খন্ড-৭, পৃষ্ঠা -২০৫, মুসলিম শরীফ এ, খন্ড-১,পৃষ্ঠা, ১১২,

২) আল্লাহ জাহান্নামে তাঁর বাম পা দিয়ে দিবেন, তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে। 😱😱😱

বুখারী শরীফে, খন্ড-৮, পৃষ্ঠা – ১৭৮ ও ১৮৭

৩) তিনি তাঁর উরু(পিন্ডলি) উন্মুক্ত করে দিবেন, যেন মুমিনগণ তাঁকে চিনতে পারেন। 😱😱😱

বোখারী, খন্ড- ৮, পৃষ্ঠা,১৮২ এবং মুসলিম শরীফ এ, খন্ড -১, পৃষ্ঠা -১১৫,

৪) তিনি হাসেন এবং আশ্চর্য হন। 😱😱😱

বোখারী শরীফ, খন্ড- ৬, পৃষ্ঠা -৩৩

৫) তাঁর দুটি হাত এবং দুটি পা আছে, পাঁচটি আঙ্গুল আছে, যার প্রথম টি আসমানের উপর, দ্বিতীয় টি জমিনের উপর, তৃতীয় টি গাছপালার উপর, চতুর্থ টি ভূপৃষ্ঠের তলদেশে, এবং সমস্ত সৃষ্টির উপর স্থাপন করে আছেন। 😱😱😱

বুখারীর খন্ড-৮, পৃষ্ঠা -১৮৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.