এক ব্যক্তি ইমাম হোুসায়েন (আ.)’র কাছে বলল,
হে রাসূলের সন্তান,
আমি গোনাহর মধ্যে জর্জরিত। আমার এ অবাধ্যতা থেকে পালানোর কোনো পথ নেই।
আপনি আমাকে উপদেশ দিন,
ইমাম (আ.) বললেন,
“পাঁচটি কাজ করার পর বা ৫ টি বিষয়ে নিশ্চিন্ত হওয়ার পর যত ইচ্ছা পাপ কর।
প্রথমত: আল্লাহর রিজিক না খেয়ে যত ইচ্ছা পাপ কর।
দ্বিতীয়ত: এমন স্থানে চলে যাও যেখানে আল্লাহর কর্তৃত্ব নেই এবং সেখানে যত ইচ্ছা পাপ কর।
তৃতীয়ত: এমন জায়গায় যাও যেখানে আল্লাহ তোমাকে দেখবেন না,সেখানে যত পার গোনাহ কর।
চতুর্থত: যখন মালেকুল মওত বা মৃত্যুর ফেরেশতা তোমার রুহ বা প্রাণ নিতে আসবে তখন তুমি নিজেকে রক্ষা করতে পারলে যত ইচ্ছা গোনাহ কর।
পঞ্চমত: যখন আজাবের ফেরেশতা তোমাকে আগুনে নিক্ষেপ করবে তখন যদি তা থেকে বাঁচতে পার তাহলে যত খুশি তুমি পাপ করে যাও।