হযরত ওমর বলেন, হযরত আবু বকর নাকি অবৈধ খলিফা

দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব বলেন,

” আবু বকরের বায়াত গ্রহন করা দারুন ভুল হয়েছে । কোন চিন্ত ভাবনা ছাড়াই তা করা হয়েছিল । এরকম ভুল কাজের কুফল থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন । সুতরাং কেউ যদি এরকম ভুল করতে চায় তবে তোমরা তাকে হত্যা কর ,” ।

সূত্র – সহীহ বুখারী , খন্ড-০৮ , পৃ – ২১০ মিশর / আহাম্মদ ইবনে হাম্বল , খন্ড-০১ , পৃ- ৫৫ মিশর / তারিখে তাবারী , খন্ড- ০১ , পৃ – ১৮২২ লেডেন / আল বিদায়া ওয়ান নিহায়া , খন্ড- ০৫ , পৃ- ২৪৬ মিশর / আল কামিল , খন্ড – ০২ , পৃ- ৩২৭ লেবানন / নাহজ আল বালাঘা , অনুবাদ – জেহাদুল ইসলাম , পৃ- ১৭৩ বাংলাদেশ ।

সম্পুরক মন্তব্য – হযরত আবু বকর যদি অবৈধ হন তাইলে হযরত ওমর কেন হযরত আবু বকরের লিখিত ওসিয়তনামা মোতাবেক বিনা বাক্য ব্যয় ২য় খলীফা হইলেন!

  • নাহজ আল বালাঘা , অনুবাদ – জেহাদুল ইসলাম , পৃ- ১৭৩ বাংলাদেশ ঃ-

omor_1_001

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.