বিশেষ দিবস

বিশেষ দিবসঃ

১.      বারো ইমাম চৈৗদ্দ মাসুম (আঃ)দের জন্ম ও মৃত্যু দিবস পালন।

২.      ঈদ-ই-গ্বাদীর দিবস উদ্যাপন। মুসলিম জাহানের “মাওলা” ঘোষণা দিবস ও আল্লাহ কর্তৃক ইসলামকে পরিপূর্ণ দ্বীন হিসাবে ঘোষণার দিবস।

৩.      ঈদ- ই-সবে-বরাত দিবস উদ্যাপন। বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র পবিত্র আহলে বাইতের ১১ তম সদস্য ইমাম হযরত ইমাম হাসান আসকারী (আ.)’র পুত্র হিসেবে তাঁর জন্ম হয়েছিল ১৫ ই শাবান ২২৫ হিজরিতে ইরাকের (বর্তমান রাজধানী বাগদাদের উত্তরে) পবিত্র সামেরা শহরে। এই উপলক্ষ্যে ১৫ ই শাবান ইমাম মেহেদী (আঃ) এর জন্ম দিবস ঈদ উদ্যাপন।