ইউসুফ জুলেখা বাংলা সিরিয়াল এস এ টিভিঃ
বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সত্যকাহিনী ও পবিত্র কোরআনে বর্ণিত এবং ইরানে নির্মিত হযরত ইউসুফ (আ) এর অসাধারণ কাহিনী নিয়ে বাংলাদেশের এসএ টিভিতে বাংলায় সম্প্রচার হচ্ছে ইউসুফ পয়গম্বর নামের এই ধারাবাহিকটি। সিরিয়ালটি তুরস্ক, সিরিয়া, লেবানন, ইরাক, সুদান, আফগানিস্তান, মিশরে প্রচারকালিন সময়ে রাস্তাঘাট জনশূন্য হয়ে যেত।
ধারাবাহিকটিতে দর্শক যা পাবেনঃ
- – প্রাচীন শহর বাবেল, কেনান, শাম ও মিশর ও সর্বোপরি আরব দেশের প্রাচীন ব্যবস্থা সম্পর্কে ধারণা; যা ইতিহাসের আনাচে-কানাচে নিয়ে যাবে আপনাকে।
- – প্রাচীন দাস প্রথা, বানিজ্যিক ভ্রমণ, খাবার-দাবার সম্পর্কে ধারণা।
- – হযরত ইয়াকুব (আ) থেকে শুরু করে তাঁর ১১ সন্তান, প্রাচীন ধর্মব্যবস্থা, জোলায়খার প্রেম, ছোট্ট ইউসুফের জন্ম ও সহোদর কর্তৃক কূপে নিক্ষেপ পরবর্তী রোমাঞ্চকর আবহ সৃষ্টি।
- – পোশাক-পরিচ্ছদে কোনরূপ অশ্লীলতা ও বেহায়াপনার বিন্দুমাত্র লেশ নেই।
- – সিরিয়ালটিতে বর্তমান বাংলাদেশে প্রচলিত সিরিয়ালগুলো থেকে সম্পূর্ণ ভিন্নমাত্রা পাবেন।
- – কোন ধর্মের প্রতি কোনরূপ বিরূপ ধারণা পোষণ বা আঘাত করা হয় নি।
- – সব ধরণের দর্শককে মন্ত্রমুগ্ধ করবে।
- – সরাসরি ইরান থেকে হাই রেজুলেশন ভলিউম নিয়ে যাওয়া হয়েছে।
স্রষ্টার অশেষ কৃপায় মূল স্ক্রিপ্ট ফারসি থেকে বাংলায় রূপান্তর করার দুঃসাহস দেখিয়েছি, সহজ-সরল বাংলায় অনুবাদের চেষ্টা করা হলেও আশা করছি আরব ও পারস্যের রূপ-রস-গন্ধ এতে পাওয়া যাবে। কেননা মূল ফারসি থেকে অনুবাদ করা হয়েছে।
ইউসুফ জুলেখা বাংলা সিরিয়াল এস এ টিভি পর্ব ১ – ১০ | SATV
https://www.youtube.com/watch?v=7RaDkMMIfDA&list=PLssMO2NPAuThmitK5t08BWtO2S_Jq-5zF