ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, “বস্তুবাদী পশ্চিমা সমাজ নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তা ক্ষমার অযোগ্য পাপ।” ইরানে নারী দিবসের এক বাণীতে তিনি এ মন্তব্য করেছেন।
সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমা সমাজ নারীকে ভোগের বস্তুতে পরিণত করতে এবং অসম্মান করতে শিখিয়েছে। আর একেই তারা নারীর স্বাধীনতা বলে প্রচার করে থাকে; এতে তারা বিমোহিত হয়ে আছে।তারা পছন্দ করুক আর নাই করুক নারীর প্রতি পাশ্চাত্য সভ্যতার এ ধরনের বিদ্বেষপূর্ণ আচরণ ও কথিত যৌন আইন তাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, কোনো সভ্যতার ক্ষয় একটি ধীরগতির প্রক্রিয়া এবং পশ্চিমা সমাজে তা শুরু হয়ে গেছে।এর বিপরীতে নারীর প্রতি ইসলামি ও কুরআনের দৃষ্টিভঙ্গি অনেক বেশি বাস্তবসম্মত এবং যৌক্তিক বলে উল্লেখ করেন তিনি।
মানবীয় উতকর্ষতার মাধ্যমে আধ্যাত্মিক পর্যায়ে পৌঁছানোর পর সর্বশক্তিমান আল্লাহর কাছে নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই; তাদের সামাজিক ও ব্যক্তিগত জীবন উপভোগেও কোনো তফাত নেই।সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, নারীদেরকে অবশ্যই সম্মান ও মর্যাদার সঙ্গে দেখতে হবে।
সূত্র : রেডিও তেহরান, ২ মে, ২০১৩