আলী জ্ঞানের শহরের দরজা

📕📕📕আলী জ্ঞানের শহরের দরজা📕📕📕 পর্ব : ০১

প্রচারে: বেলায়েত মিডিয়া

সংকলনে: মো: মনিরুজ্জামান জনি

আর তাদের অঙ্গীকার গ্রহণের জন্য ‘তুর’ পর্বতকে আমরা তাদের উপর উত্তোলন করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, নত শিরে দরজা দিয়ে প্রবেশ কর। ==আন নিসা ৪:১৫৪

আর স্মরণ কর, যখন আমি বললাম, ‘তোমরা প্রবেশ কর এই জনপদে। আর তা থেকে আহার কর তোমাদের ইচ্ছানুযায়ী, স্বাচ্ছন্দ্যে এবং দরজায় প্রবেশ কর মাথা নীচু করে। ==আল বাকারা ২:৫৮

বরং পুণ্য আছে কেউ তাকওয়া তাকওয়া অবলম্বন করলে। কাজেই তোমরা ঘরে প্রবেশ কর দরজা দিয়ে এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যাতে তোমরা সফলকাম হতে পার।==আল বাকারা ২:১৮৯

যারা ভয় করত তাদের মধ্যে দুজন, যাদের প্রতি আল্লাহ্‌ অনুগ্রহ করেছিলেন, তারা বলল, তোমরা তাদের মুকাবেলা করে দরজায় প্রবেশ কর, প্রবেশ করলেই তোমরা জয়ী হবে এবং আল্লাহ্‌র উপরই তোমরা নির্ভর কর যদি তোমরা মুমিন হও। == আল মায়েদা ৫:২৩

😱😱😱আর ফিৎনার দরাজা ওমর😱😱😱

অতঃপর তাদেরকে যে উপদেশ করা হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন আমরা তাদের জন্য সবকিছুর দরজা খুলে দিলাম; অবশেষে তাদেরকে যা দেয়া হল যখন তারা তাতে উল্লসিত হল তখন হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম: ফলে তখনি তারা নিরাশ হল।== আনআম ৬:৪৪

😱😱““ফিৎনার দরজা ওমর নিজেই””😱😱

== ইফা বুখারী ৫০০ নং হাদিস

https://www.hadithbd.com/hadith/link/?id=511

📕📕📕আলী জ্ঞানের শহরের দরজা📕📕📕 পর্ব : ০২

প্রচারে: বেলায়েত মিডিয়া

সংকলনে: মো: মনিরুজ্জামান জনি

সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা যারা ঈমান এনেছে তাদেরকে বলবে, ‘তোমরা আমাদের জন্য একটু থাম, যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্ৰহণ করতে পারি। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও নূরের সন্ধান কর। তারপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর যাতে একটি দরজা থাকবে, যার ভিতরে থাকবে রহমত এবং বাইরে থাকবে শাস্তি।==হাদীদ ৫৭ :১৩

আর স্মরণ করুন, যখন তাদেরকে বলা হয়েছিল, ‘তোমরা এ জনপদে বাস কর ও যেখানে খুশি খাও এবং বল, ক্ষমা চাই। আর নতশিরে দরজা দিয়ে প্রবেশ কর; আমরা তোমাদের অপরাধসমূহ ক্ষমা করব। অবশ্যই আমরা মুহসিনদেরকে বাড়িয়ে দেব। == আরাফ ৭:১৬১

ইলম অন্বেষণের ফযীলত।

২৬৪৭. মাহমূদ ইবন গায়লান (রহঃ) …… আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি ইলম তালাশ করতে পথ চলে আল্লাহ্ তা’আলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।

সহীহ, ইবনু মাজাহ ২২৫, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৪৬ [আল মাদানী প্রকাশনী] HTTPS://WWW.HADITHBD.COM/HADITH/LINK/?ID=38001

মুহা্ম্মাদ ইবন হুমায়দ রাযী (রহঃ) …… সাখবারা (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ইলম অন্বেষণ করবে তার অতীতের (গুনাহের) জন্য তা কাফফারা হয়ে যাবে।

মাওযূ, মিশকাত ২২১, যঈফা ৫০১৭, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৪৮ [আল মাদানী প্রকাশনী] HTTPS://WWW.HADITHBD.COM/HADITH/LINK/?ID=38003

এখানে ইলম বলতে মুহাম্মাদ (সা:) কে বুঝানো হয়েছে।

আল্লাহ্‌ যখন কোন বান্দার কল্যাণ ইচ্ছা করেন তখন তাকে দীনের প্রজ্ঞা দান করেন।

২৬৪৬. আলী ইবন হুজর (রহঃ) ….. ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা’আলা যার কল্যাণ চান তাকে তিনি দীনের প্রজ্ঞা দান করেন।

সহীহ, ইবনু মাজাহ ২২০, বুখারি ও মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৪৫ [আল মাদানী প্রকাশনী] HTTPS://WWW.HADITHBD.COM/HADITH/LINK/?ID=38000

আর সেই দীনের প্রজ্ঞার দার হলেন আলী (আ:)

আরো জানতে নিচের লিংকে পড়ুন::::

সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনবিন, খাতামুননাবিয়্যিন, মাহ্বুবে রাব্বুল আলামিন হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, “আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীয়্যুন বাবুহা” অর্থাৎ আমি জ্ঞানের শহর আর আলী তার প্রবেশ দ্বার। সুবহানাল্লাহ্। হযরত আলী (রা:) সম্পর্কে আল্লাহর হাবীব বলেন, হযরত হারুন আলাইহিস সালাম যেমন মুসা আলাইহিস সালামের ভাই, আলী আমার তেমন ভাই।===দৈনিক ইনকিলাব– নিচের লিংকে দেখুন>>

https://www.dailyinqilab.com/article/256644/%E0%A6%86%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%80%E0%A7%9F%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B9%E0%A6%BE?fbclid=IwAR3ot0uBZfMmp7KlAPObxl-Al2N9p76M8DLgJodbQfz05X2-lxSlcWanCiI

📕📕📕আলী জ্ঞানের শহরের দরজা📕📕📕 পর্ব : ০৩

প্রচারে: বেলায়েত মিডিয়া

সংকলনে: মো: মনিরুজ্জামান জনি

আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালূতকে রাজারূপে পাঠিয়েছেন। তারা বলল, ‘আমাদের উপর কীভাবে তার রাজত্ব হবে, অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার? আর তাকে সম্পদের প্রাচুর্যও দেয়া হয়নি’। সে বলল, ‘নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ যাকে চান, তাকে তাঁর রাজত্ব দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ’। == ২ :২৪৭

অথচ আল্লাহ্‌ ছাড়া অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর(৩) তারা বলে, আমরা এগুলোতে ঈমান রাখি, সবই আমাদের রবের কাছ থেকে এসেছে’(৪); এবং জ্ঞান-বুদ্ধিসম্পন্ন লোকেরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে না।== ৩ :৭

😱😱😱ওমর উঠে যাও বা বের হয়ে যাও in English get out… !!!😱😱😱

আর যারা তাদের রবকে ভোরে ও সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য ডাকে তাদেরকে আপনি বিতাড়িত করবেন না। তাদের কাজের জবাবদিহিতার দায়িত্ব আপনার উপর নেই এবং আপনার কোন কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর নেই, যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন; করলে আপনি যালিমদের অন্তর্ভুক্ত হবেন। === ৬ :৫২

সকাল সন্ধায় জিকির কারী হলেন আহলে বাইতগণ। তো মহানবী (সা:) ওমর কে উঠে যাও বলার কারনে প্রমাণ হয়ে যায় যে সে সন্তুষ্টি লাভের জন্য ডাকার মতদের অন্তর্ভূক্ত ছিলেন না। হযরত মুহাম্মাদ (সা:) তার কাছে বৃহস্পতিবার কাগজ কলম চেয়েছিলেন। আর তিনি সোমবার ওফাত হয়। এ চারদিনের মধ্যে তওবা করে বাইয়াত হওয়ার দলিল না হাদিসে না ইতিহাসে পাওয়া যায়। তো প্রমাণিত হলো যে সে মুনাফিকও না বরং কাফের হয়ে যান।

আর তোমরা ফেৎনা থেকে বেঁচে থাক যা বিশেষ করে তোমাদের মধ্যে যারা যালিম শুধু তাদের উপরই আপতিত হবে না। আর জেনে রাখ যে, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর।===৮ :২৫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.