মা খাদিজা তার এক বিয়ে না বহু বিয়ে?!

মা খাদিজা তার এক বিয়ে না বহু বিয়ে?!

খাদিজা, শিয়া, সুন্নি, উম্মুল মুমেনিন, বিধবা, নবী, সৈয়দ মুর্তাযা, যৌন, বিবাহ, কুরাইশ, কুমারী, যুবতী
এটাই মশহুর(শিয়া সুন্নি নির্বিশেষে) যে উম্মুল মুমেনিন মা খাদিজা বিধবা ছিলেন এবং নবী করিমের(সা.) বিবাহের পূর্বে মুশরেকিনদের সাথে আরও দুটো বিয়ে তার হয়েছিল; শিয়া আলেমদের মধ্যে সৈয়দ মুর্তাযা তার “শাফি”তে, শেখ তুসি তার “তালখিসুশ শাফি”তে ও ইবনে শাহর আশুব “মানাক্বিব” এ এবং সুন্নি আলেমদের মধ্যে বালাযুরি তার “আনসাবুল আশরাফ” এ ও আবুল কাসেম কুফি তার নিজের বইতে এ কথায় বিশ্বাসি যে,

إنّ النبی تزوّجت بها و کانت عذراء.

অর্থাৎ নবী করিম(সা.) মা খাদিজাকে বিয়ে করেছেন আর তখন তিনি কুমারি ছিলেন। (আরবিতে عذراء শব্দের অর্থ হল: যৌন মিলনের অভিজ্ঞতা হয়নি এমন নারী। অর্থাৎ কুমারি নারী)
আর মা খাদিজা কখনই রাসুলের(সা.) সাথে বিবাহের পূর্বে কোন বিবাহ করেননি এবং এটাই ছিল তার প্রথম ও শেষ বিবাহ। এটা কিভাবে সম্ভব যে, অভিজাত, ভদ্রলোক ও কুরাইশ বংশীয়দের সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ একজন ৪০ বৎসর বয়সের কয়েক সন্তানের জননী বিধবা মহিলার সাথে বিয়ের প্রস্তাবকারি হতে পারে; যা ঐক্যমত্যে মা খাদিজার একাধিক বিবাহ প্রার্থীর বর্ণনা দেয় যা উল্টো নিজেই তার কুমারী ও অবিবাহিতা যুবতী হওয়ার প্রমান পেশ করে। বহু বিবাহের নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.