ইসলাম অর্থ কি শান্তি?

সঠিক অর্থ জানুন! অন্যকে জানতে সাহায্য করুন!

এদেশের লোকদের যদি জিজ্ঞাসা করেন, ‘ইসলাম অর্থ কি?’

– অধিকাংশই বলবে ‘শান্তি’।

অথচ ইসলাম অর্থ কি শান্তি? সালাম অর্থ শান্তি। আমরা সালাম দেই – আপনার উপর শান্তি বর্ষিত হোক।

ইসলামের সঠিক অর্থটা জানলে আক্বিদার অনেকাংশ ক্লিয়ার হয়ে যায়। ইহুদী খৃষ্ট্রানদের মধ্য হতে ও অন্যান্য ইসলামের শত্রুরা খুব সুকৌশলে এই কাজটি করেছে, তা হল তোমরা শিখাও ইসলাম অর্থ শান্তি। তোমরা শান্তিতে থাকবে, খানকায় বসে ইবাদাত করবে, শান্তিতে ঘুমাবে! আস্তে আস্তে হাটবে! যমিনে পিপড়ায় ও যেন টের না পায়!

ইসলামের কি আছে তোমরা জানবে না। জানা লাগবে না, ইসলামের অর্থনীতি কি? ইসলামের রাষ্ট্রনীতি কি? ইসলামের পররাষ্ট্রনীতি কি? ইসলামের যাবতীয় নীতি কি? তা দরকার নেই তোমাদের। তোমরা শান্তিতে ঘুমিয়ে থাকো, রাষ্ট্র আমরা চালাবো ইসলাম ও চলবে আমাদের নীতি তে।

– ঠিক এই ভাবে আজ আমরা ইসলামকে মসজিদ আর ঘরের মধ্যে আবদ্ধ করেছি। গুটি কয়েক ইবাদাতের মধ্যে ইসলামকে আবদ্ধ করেছি।

ইসলাম অর্থ ‘আত্মসমর্পন।’

ইসলাম” আরবী শব্দ যার অর্থ “আনুগত্য করা বা আত্মসমর্পন করা”। স্রষ্টার ইচ্ছার কাছে নিজেকে আত্মসমর্পন করা ও তার আনুগত্য করা।

– কুরআন ও সুন্নাহর (ইসলামি শরিয়াতের) পরিভাষায় নিজের ইচ্ছা, খায়েশ তথা নিজেকে, আল্লাহ ও তার পক্ষ থেকে প্রেরিত রাসূল (সাঃ)-এর প্রতি প্রেরিত সকল বিধানের কাছে নিজেকে সমর্পন করার নামই ইসলাম। আর এরকম যে নিজেকে আল্লাহ ও তার সকল বিধানের কাছে সমর্পন করে তার নাম মুসলিম।

মুসলিম অর্থ ‘আত্মসমর্পনকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.