আলী (আঃ) এর ভালবাসার অপনোদন
তিনি জন্মগ্রহণ করেন সবচেয়ে পবিত্রতম জায়গাতে (কাবাতে), সর্বোত্তম দিনে (শুক্রবার), শহিদ হন শ্রেষ্ঠ মাসে (রমজান), শ্রেষ্ঠ রাতে (কদর), সর্বোত্তম মুহূর্তে (নামাজরত), সর্বশ্রেষ্ঠ অবস্থায় (সিজদাহতে), এবং বিবাহ করেন সর্বশ্রেষ্ঠ নারীর সঙ্গে (ফাতেমা আঃ),
>>ইয়া আলী (আঃ) এরপরও তারা আমাকে তোমাকে ভালবাসার জন্য দোষারোপ করে।