মূয়াবীয়ার প্রচুর অবৈধ কর্মের মধ্যে একটি জঘন্যতম ঘৃন্য কর্ম ছিল এইরুপ যে –
ইমাম আলী (আঃ) কে গালি দেয়ার প্রথা চালুকরনের নিমিত্তে মূয়াবীয়ার আদেশ ছিল এরূপ –
খোদার কসম , কখনো আলী (আঃ) কে গালি দেয়া ও অভিসম্পত দেয়া বন্ধ হবে না যতদিন শিশুরা যুবকে এবং যুবকরা বৃদ্ধে পরিনত হবে না ।
তামাম দুনিয়ায় আলীর ফজিলত বর্ণনা কারী আর কেউ অবশিষ্ট থাকবে না ।
সূত্র – রাউফল হেজাব , আত তাবারী ৪র্থ খণ্ড , ইবনুল আসীর ৩য় খণ্ড , আল বেদায়া ওয়ান নেহায়া ৮ম খণ্ড ।
এছাড়াও মুসলিম শরীফের ফাজায়েল এ আলী ইবনে আবু তালিব অধ্যায় এ লিখা আছে যে –
মূয়াবীয়া তার সমস্ত প্রদেশের গভর্নর এর উপর এ আদেশ জারী করেন যে , সকল মসজিদের খতিব গণ মিম্বর থেকে আলীর উপর অভিসম্পাত করাকে যেন তাদের দায়িত্ব মনে করেন ।
সূত্র – মুসলিম শরীফ ।