সুরা রা’দ,আয়াত# ৪৩
“যারা অবিশ্বাস করেছে তারা বলে,‘তুমি আল্লাহর রাসুল নও ‘।তুমি বল,’আমার ও তোমাদের মধ্যে (রিসালাতের) সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট এবং সে ব্যক্তি(১) যার কাছে গ্রন্থের পুর্ন জ্ঞান রয়েছে’।“
ব্যাখ্যাঃ(১)
অধিকাংশ তাফসীরকারক স্বীকার করেছেন যে,আয়াতে বর্নিত সে ব্যক্তি হলেন হজরত আলী(আঃ)।যেমন আসমী ‘যায়নুল ফাতা’ নামক গ্রন্থে উল্লেখ করেছেন এবং সা’লবী আব্দুল্লাহ ইবনে আতা থেকে বর্ননা করেছেন যে,আব্দুল্লাহ বিন সালাম বলতেন, ‘যার কাছে গ্রন্থের পুর্ন জ্ঞান আছে’-এর উদ্দিষ্ট হজরত আলী (আঃ)।এজন্যই হজরত আলী(আঃ) বার বার বলতেন,’আমার কাছে আমার ইন্তেকালের আগে যা চাও জিজ্ঞেস কর’।(তাফসীরে দুররে মানসুর,৪র্থ খন্ড, পাতা,৬৯)।সুতরাং যেহেতু আয়াতটিতে আল্লাহর সাক্ষ্যের পাশাপাশি স্থান পেয়েছে এবং তাঁর নিকট কিতাবের পুর্ন জ্ঞান রয়েছে বলা হয়েছে তাই এ সাক্ষ্যের জন্য আল্লাহর নিকট থেকে প্রাপ্ত কিতাবের পুর্ব জ্ঞানের প্রয়োজন রয়েছে।নিঃসন্দেহে আলী(আঃ) ছাড়া অন্য কারো নিকট কিতাবের পুর্ন জ্ঞান ছিল না যা তিনি রাসুলের(সাঃ) কাছ থেকে অর্জন করেছিলেন।মনে রাখা বাঞ্ছনীয় যে,আয়াতটি হিজরতের আগে মক্কায় অবতীর্ন।তাই আয়াতটির উদ্দিষ্ট মদীনার অধিবাসী আহলে কিতাবের কোন এক ব্যক্তি(যেমন আব্দুল্লাহ বিন সালাম বা অন্য কেউ) হতে পারে না।তদুপরি তাঁদের নিকট কখনোই কিতাবের পুর্ন জ্ঞান,এমনকি কুরানের ক্ষুদ্র অংশের জ্ঞানও ছিল না।