সুরা তাওবা,আয়াত# ৮৪
“ এবং (যদি) তাঁদের মধ্যে কেউ মারা যায়,তবে না তাঁর উপর(জানাযার) নামাজ পড়বে”।
সঠিক তাফসিরঃ
মুনাফিকদের দলপতি আব্দুল্লাহ ইবনে উবাই যখন অসুস্থ হয়ে পড়ল তখন রাসুল(সাঃ) তাকে দেখতে গেলেন।সে তাকে নিজের কাফনের জন্য একটি জামা দান করতে ও ইন্তেকালের পর জানাযার নামাজ পড়াতে অনুরোধ করল।তিনি যদিও তাকে নিজের একটি জামা দিয়েছিলেন,কিন্তু যখন জানাযার নামাজ পড়ানোর জন্য দাড়ালেন,তখন জিব্রাইল(আঃ) আয়াতটি নিয়ে আসলেন এবং তিনি তাঁর জামার কোনা ধরে টেনে নিলেন এবং নামাজ পড়তে দিলেন না।যখন তাকে জামা দানের ব্যাপারে জিজ্ঞেস করা হল তখন তিনি বললেন যে,তিনি জানতেন ঐ জামা তাঁর কোন উপকারে আসবে না,কিন্তু এর দ্বারা অন্য লোকেরা ইসলাম গ্রহন করবে।পরে দেখা গেল মুনাফিকদের প্রতি তাঁর দয়া দাক্ষিন্যের কথা শুনে খাযরায গোত্রের ১০০০ লোক মুসলমান হয়ে গেল।