সুরা তাওবা,আয়াত# ৩৩
“তিনি তো সেই সত্তা যিনি তাঁর রাসুলকে(মুহাম্মাদ সা-কে) পথ নির্দেশ ও সত্য ধর্মসহ প্রেরন করেছেন,যাতে সেটিকে(নিজ ধর্মকে) সমুদয় ধর্মের(১) ওপর বিজয়ী করেন;যদিও অংশীবাদীরা তা অপছন্দ করে।“
সঠিক তাফসীর(১)ঃ
এই আয়তটি কুরানে কয়েকটি জায়গায় বিদ্যমান।ফুসুলুল মুহিম্মা গ্রন্থে এ আয়াতের তাফসীরে সাঈদ ইবনে যুবাইর হতে বর্নিত হয়েছে যে, এ উদ্দিষ্ট হজরত ইমাম মাহদী(আঃ) যিনি হজরত ফাতিমার সন্তান গনের মধ্যে থেকে হবেন।ফখরুদ্দিন রাজী তাফসীরে কাবীর ও আল্লামা সুয়ুতি তাফসীরে দুররে মানসুরে এবং সাইদ ইবনে মানসুর ও বায়হাকী নিজ নিজ সুনানে হজরত জাবীর এবং আবু হুরায়রা হতে বর্ননা করেছেন যে, এটা তখনই হবে যখন ইসলাম ভিন্ন না ইহুদী থাকবে,না খৃষ্টান,আর না অন্য কোন ধর্মের অনুসারী থাকবে।তখন ছাগল নেকড়েকে ভয় করবে না,গরু বাঘের থেকে এবং মানুষ সাপের অনিষ্ট হতে নিরাপদ থাকবে,এমনকি ইদুরের বস্তা কাটার সাহস হবে না।আর সে সময় জিজিয়ার কোন প্রচলন থাকবে না,ক্রুশ ভেঙ্গে ফেলা হবে,শুকর মেরে ফেলা হবে।এসব সেই সময়ের কথা যখন হজরত ঈসা(আঃ) আসমান হতে অবতরন করবেন।এ বিষয়টি ষ্পষ্ট যে,হযরত ঈসা(আঃ) তখনই আসবেন যখন ইমাম মাহদী(আঃ) আবির্ভুত হবেন।