মুনাফিক কাজী শুরেহ (লাঃ)
———————————————————-
﷽
চতুর্থ মহররম,৬১ হিজরি ,
কুফা’র কাজী শুরেহ (প্রধান বিচারপতি) ইয়াজিদ (লাঃ) এবং ইবনে-ই-জিয়াদ (লাঃ) এর আদেশে ফতোয়া জারি করে যে,
‘ইমাম হুসাইন (আঃ) খলিফার আনুগত্য প্রত্যাখ্যান করেছেন তাই তাকে খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের যোগ্য।’
যার পরে ১৮,০০০ তথাকথিত ধর্মীয় পণ্ডিত স্বাক্ষরিত নথি এবং কপি সর্বত্র প্রেরণ করা হয়েছিল। নাদান ও লোভী যারা তাদের গুরুদের অন্ধভাবে অনুসরণ করেছিল তারা ফতোয়ার সামনে মাথা নত করে এবং ইমাম হুসাইন (আঃ) কে হত্যার বিষয়ে একমত হয়েছিল,
যদিও ইমাম সেই পরিবার থেকে ছিলেন যেখানে ধর্ম ইসলাম সম্পূর্ণ হয়েছিল।
সংক্ষেপে, কুফার সর্বত্র বিনা মূল্যে তলোয়ার বিতরণ করা হয়েছিল এবং ইমাম হুসেইন আঃ এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য 10,000 ইয়াজিদি সৈন্য নিয়ে গঠিত সিরীয় বাহিনীর সেনাবাহিনী কারবালায় পৌঁছেছিল।
————————————————————————
اَللّٰهُمَّ الْعَنْ اَبَا سُفْيَانَ وَ مُعَاوِيَةَ وَ يَزِيْدَ بْنَ مُعَاوِيَةَ عَلَيْهِمْ مِنْكَ اللَّعْنَةُ اَبَدَ الْاٰبِدِيْنَ وَ هٰذَا يَوْمٌ فَرِحَتْ بِهٖ اٰلُ زِيَادٍ وَ اٰلُ مَرْوَانَ بِقَتْلِهِمُ الْحُسَيْنَ صَلَوٰاتُ اللهِ عَلَيْهِ.