বসন্তকালে এক সুন্দর সকাল। এক ব্যবসায়ী তার গাধার পিঠে কয়েক বস্তা লবণ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। বাজারে নিয়ে সে এগুলো বিক্রি করবে। ব্যবসায়ী এবং গাধা এক সাথে হাঁটছে। কিছু দূর গিয়ে পথে একটি নদী পড়ে। দুর্ভাগ্যবশত গাধাটি পা পিছলে নদীতে পড়ে যায়। তখন গাধা বুঝতে পারে যে, তার পিঠের বোঝা হালকা লাগছে। বস্তায় পানি লেগে লবণ গলে যাওয়ার কারণে বোঝা হালকা হয়ে গেছে। ব্যবসায়ী আর কোন উপায় না দেখে বাড়ি ফিরে আসে এবং গাধার পিঠে আরো কয়েক বস্তা লবন নিয়ে পুনরায় বাজারের পথে রওয়ানা হয়। তারা যখন নদীর পিচ্ছিল তীরে পৌঁছে তখন গাধাটি ইচ্ছে করে নদীতে পড়ে যায়। ফলে লবণগুলো আবার নষ্ট হয়ে যায়।
ব্যবসায়ী কিন্তু গাধার কৌশল বুছে ফেলেছে। তাই এবার বাড়ি ফিরে সে স্পঞ্জ ভর্তি বস্তা দিয়ে গাধার পিঠ বোঝাই করে। বোকা গাধা পথ চলতে চলতে নদীর কিনারে এসে পুনরায় নদীতে পড়ে যায়। কিন্তু হায়, তার পিঠের বোঝা হালকা না হয়ে এবার ভারী হয়ে উঠেছে। ব্যবসায়ী তখন গাধার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, ‘হে বোকা গাধা! তোমার কৌশল আমি বুঝে নিয়েছি। কিন্তু তোমার জেনে রাখা উচিত, অতি চালাকের গলায় দড়ি।’
(নিউজলেটার, জানুয়ারি ১৯৯১)