‘নারীর প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গি ক্ষমার অযোগ্য পাপ’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, “বস্তুবাদী পশ্চিমা সমাজ নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তা ক্ষমার অযোগ্য পাপ।” ইরানে নারী দিবসের এক বাণীতে তিনি এ মন্তব্য করেছেন।

সর্বোচ্চ নেতা বলেন, পশ্চিমা সমাজ নারীকে ভোগের বস্তুতে পরিণত করতে এবং অসম্মান করতে শিখিয়েছে। আর একেই তারা নারীর স্বাধীনতা বলে প্রচার করে থাকে; এতে তারা বিমোহিত হয়ে আছে।তারা পছন্দ করুক আর নাই করুক নারীর প্রতি পাশ্চাত্য সভ্যতার এ ধরনের বিদ্বেষপূর্ণ আচরণ ও কথিত যৌন আইন তাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, কোনো সভ্যতার ক্ষয় একটি ধীরগতির প্রক্রিয়া এবং পশ্চিমা সমাজে তা শুরু হয়ে গেছে।এর বিপরীতে নারীর প্রতি ইসলামি ও কুরআনের দৃষ্টিভঙ্গি অনেক বেশি বাস্তবসম্মত এবং যৌক্তিক বলে উল্লেখ করেন তিনি।

মানবীয় উতকর্ষতার মাধ্যমে আধ্যাত্মিক পর্যায়ে পৌঁছানোর পর সর্বশক্তিমান আল্লাহর কাছে নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই; তাদের সামাজিক ও ব্যক্তিগত জীবন উপভোগেও কোনো তফাত নেই।সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, নারীদেরকে অবশ্যই সম্মান ও মর্যাদার সঙ্গে দেখতে হবে।

সূত্র : রেডিও তেহরান, ২ মে, ২০১৩

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.