একজন (আলেমকে) জিজ্ঞাসা করা হলো,
ইমাম আলী ইবনে আবি তালিব সম্পর্কে আপনার কী ধারণা?
তখন আলেম তাকে জিজ্ঞাসা করলেন:পৃথিবীতে সর্বাধিক সম্মানজনক স্থান কোনটি?
তিনি বললেন: আল্লহর ঘর(কাবা শরীফ)
আলেম: কাবাঘরে উত্তম স্থান কোনটি?
তিনি বললেন: মিহরাব।
আলেম বললেনঃ আল্লাহর নিকট সর্বউত্তম আমল কি?
তিনি বললেন: নামাজ।
আলেম বললেন: কোন নামাজে সবথেকে বেশি কঠিন/কষ্ট?
তিনি বললেন: সকালের নামাজ(ফজরের নামাজ)।
আলেম বললেন: নামাযের মধ্যে কোন অংশ টি আল্লাহর বেশি নিকটবর্তী?
তিনি বললেন: সিজদা।
আলেম বললেনঃ দেহের সর্বাধিক মূল্যবান অংশ কোনটি?
তিনি বললেন: মাথা।
আলেম বললেন: মাথার সবচেয়ে সম্মানজনক জায়গা কোনটি ,যার মাধ্যমে আমরা সেজদা করি?
তিনি বললেন:কপাল।
আলেম বললেনঃ আল্লাহর নিকট সর্বোত্তম মাস কোনটি?
আমি বললাম: রমজান মাস।
তিনি বললেন: রমজান মাসে সেরা রাত কোনগুলো?
আমি বললাম: কদরের রাত।
আলেম বললেনঃ আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত মৃত্যু কোনটি?
তিনি বললেন: শাহাদাত।
এসব কথা শুনে (ব্যাক্তিটি আলেমের কথা অনুধাবন করতে পারল, এবং)তার দুই চোখ পানিতে টল টলে হয়ে গেল ….
অতঃপর আলেম তাকে বলল: শোনো ভাই
(আমিরুল মো’মিনিন আলী ইবনে আবি তালিব আঃ) রমজান মাসে, লাইলাতুল কদরে, মসজিদে , মিহরাবে, ফজরের নামাজে, সিজদারত অবস্থায় শহীদ হয়েছেন। (তার পবিত্র কপাল মোবারকের উপরে আঘাত করা হয়েছিল)।
এবং তিনিই একমাত্র মহান ব্যাক্তি যিনি ক্বাবার সবচেয়ে সম্মানিত জায়গায় জন্মগ্রহণ করেছিলেন ……..। সুবহানাল্লাহ
তবুও কি আমরা বুঝি না , আমিরুল মো’মিনিন আলী ইবনে আবি তালিব আঃ এর মর্যাদা?এমন পবিত্র জন্ম এবং শাহাদাত সাধারণ কোন মানুষের হতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে মহান আল্লাহর নিদর্শন রয়েছে।
হে আল্লাহ তুমি আলী ইবনে আবি তালিব আঃ এর শিয়াদের হেফাজত করো। এবং তাদের উপর তোমার রহমত নাজিল করো।
আল্লাহুম্মা সাল্লি আ’লা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।