একটি পিপীলিকা পানি পান করার জন্য একটি ঝরনার তীরে গেল। কিন্তু সে নিজের ভারসাম্য হারিয়ে ফেলে এবং পানির মধ্যে পড়ে যায়। সে তীব্র স্রোতের তোড়ে ভেসে যায়। অতঃপর পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়।
ঝরণার তীরে একটি গাছে একটি ঘুঘু বসেছিল। সে পিপীলিকাটির এ দুরবস্থা দেখে তার প্রতি সদয় হলো। সে গাছ থেকে একটি পাতা ছিড়ে তা পানিতে ফেলে দিল। অতঃপর পিপীলিকাটি তার ওপরে উঠে বসে জীবন রক্ষা করল। অতঃপর সে ধীরে ধীরে নিরাপদে তীরে পৌঁছে গেল।
সহসা একজন শিকারীর আগমন হলো। সে ঘুঘুটিকে শিকার করার জন্য উদ্যত হলো। অথচ ঘুঘু এব সমূহ বিপদ সম্পর্কে মোটেই অবহিত ছিল না। পিপীলিকা শিকারির এই খেলা দেখছিল এবং সে অমনি হঠাৎ করে তার পায়ের গোড়ালিতে জোরে কামড়ে ধরলো। শিকারি তার শিকার যন্ত্র ছেড়ে দিয়ে চিৎকার করে উঠল; এভাবে ঘুঘু তার আক্রমণ থেকে বেঁচে গেল। অতঃপর সে উড়ে নিরাপদ স্থানে পৌঁছে গেল।
‘উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে?’ সূরা আর-রাহমান : ৬০