না-মাহরাম নারী-পুরুষ

✅প্রশ্ন: *না-মাহরাম নারী-পুরুষ কোন নির্জন কক্ষে নামায পড়ার শারয়ী বিধান কী?*💝উত্তর: _যদি কোনো না-মাহরাম নারী ও পুরুষ কোন নির্জন কক্ষে অবস্থান করে, যেখানে দ্বিতীয় কেউ প্রবেশ করতে পারে না এবং তারা যদি হারাম কাজে পতিত হওয়ার আশঙ্কা করে; এমতাবস্থায় উক্ত নির্জন কক্ষে অবস্থান করা তাদের জন্য হারাম।__এহতিয়াতে মুস্তাহাব হচ্ছে সেখানে নামায না পড়া। তবে, যদি নামায পড়ে ফেলে, তাহলে উক্ত নামায বাতিল হবে না।_💦 *আয়াতুল্লাহিল উযমা সাইয়্যেদ আলী খামেনায়ী (হাঃ)।*

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.