প্রচারিত আযানের দোয়া বনাম আসল আযানের দোয়া

<<<একটি উপমা দেই। একজন সন্মানিত ব্যাক্তি, মহসিন নামের এক সম্ভ্রান্ত ব্যাক্তির বাড়িতে দাওয়াত খেতে গিয়ে বলেলেন, আপনি কি এ বাড়ির মালিক? মহসিন সাহেব উত্তরে বললেন যে, “হ্যা, আমিই এ বাড়ির মালিক”। খাওয়া দাওয়ার পর সন্মানিত ব্যাক্তিটি আল্লাহর কাছে দোয়া করছেন যে, “হে আল্লাহ মহসিন ভাই যে সুন্দর আপ্যায়ন করেছেন তার জন্য দোয়া করছি যে তানাকে এ বাড়ির সর্বোচ্চ সম্মানিত স্থানের মালিক করে দাও।”

এরপর বাধল গন্ডগোল। মহসিন নামের বাড়ির মালিকটি বলল আমাকে কি দলিল দেখাতে হবে যে আমিই এ বাড়ির সর্বোচ্চ সম্মানিত স্থানের মালিক!” >>> কথায় বলে, মার কাছে মামু বাড়ির গল্প বলা>>>>🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

আপনারতো আযানের দোয়া হর হামেশাই পড়েন>>>❄️❄️💦💦

একটু ভেবে দেখেছেন কি এর প্রত্যেকটা কথা কতটা প্রশ্ন বিদ্ধ::🙆‍♂️🙆‍♂️

আপনারা জিজ্ঞাসা করতে পারেন কিভাবে?🤔🤔

আসুন তাহলে প্রথমে জানি বিটিভিতে প্রচারিত আযানের দোয়াটার অর্থ কি?

অর্থ: “হে আল্লাহ এই পরিপূর্ণ আহবান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মোহাম্মদ (সা:) কে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান ও সুমহান মর্যাদা। আর তাঁকে অধিষ্ঠিত করে শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যাতিক্রম করো না।

“হযরত মোহাম্মদ (সা:) কে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান”🤔🤔

অর্থাৎ হযরত মোহাম্মদ (সা:) বর্তমানে সে সর্বোচ্চ সম্মানিত স্থানে পৌছাতে পারেননি আমার দোয়াতে তিনি পৌছে যাবেন। যিনি সকলকে শাফায়াত করবেন তার জন্যে এহেন দোয়া করা বেয়াদবি নয় কি? 🤔🤔🤔🤔

উত্তর: মা ফাতোমতুজ্জোহরা (সা.আ.) হলেন জান্নাতের নারীদের নেত্রী। যার নামে ৮টি জান্নাত আল্লাহ লিখে দিয়েছেনে। এছাড়া সকল নবী রাসুল যেখানে শাফায়াত নিতে হযরত মুহাম্মাদ (সা:) এর শরনাপন্ন হবেন। তার জন্য জান্নাত কি সংশয়ের জায়গা। যে তার জন্য বার বার বেয়াদবি করে নিচে নামিয়ে আবার সে স্থানে রাখার জন্য দোয়া করতে হবে?🤔🤔🤔🤔

“নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।” 🤔🤔🤔🤔

< অর্থাৎ আল্লাহ প্রতিশ্রুতির বরখেলাপ করে থাকেন ।(নাউজুবিল্লাহ) আর সে বিষয়ে সন্দেহের কারনেই কি এ উক্তি??>🤔🤔🤔🤔

আর আসল আযানের দোয়াটি পড়তে নিচের ছবিটি দেখুন>>

লেখক: মো: মনিরুজ্জামান জনি
প্রচারে: বেলায়েত মিডিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.