একটি সেবা মুলক শিক্ষা প্রতিষ্ঠান- আহলে বাইত (আঃ) দের প্রচার ও প্রসারের লক্ষ্যে শিক্ষনিয় অনুষ্ঠান, মুভি, সিরিয়াল ও শর্ট ফিল্ম বাংলা ডাবিং এর সেবায় নিয়োজিত
একটি সেবা মুলক শিক্ষা প্রতিষ্ঠান- আহলে বাইত (আঃ) দের প্রচার ও প্রসারের লক্ষ্যে শিক্ষনিয় অনুষ্ঠান, মুভি, সিরিয়াল ও শর্ট ফিল্ম বাংলা ডাবিং এর সেবায় নিয়োজিত
🌹তিনটি প্রকৃতিক আইন যা অবশ্যই তিক্ত তবে বিবেচনা করার মতো 🌹
🌹প্রকৃতির প্রথম আইন।
👉যদি জমিতে বীজ রোপণ না করা হয় তবে প্রকৃতি এটি খড় কুটোয় পূর্ণ করে দেয়। একইভাবে উত্তম চিন্তাভাবনার দ্বারা বিবেক যদি পূর্ণ না হয়, তবে বাঁকা চিন্তাধারা এগুলিকে তাদের আশ্রয়ে পরিণত করে তোলে।
🌹 প্রকৃতির দ্বিতীয় নিয়ম।
যার কাছে যা কিছু থাকে সে তাই বিতরণ করে। 👉সুখী মানুষ, সুখ বন্ঠন করে। 👉দুঃখী মানুষ, দুঃখ বন্ঠন করে। 👉বিদ্বান, জ্ঞান বন্ঠন করে। 👉ধর্মীয় ও পরহেজগার মানুষ, দ্বীন বন্ঠন করে। 👉ভীতু মানুষ, ভয় বন্ঠন করে।
🌹 প্রকৃতির তৃতীয় আইন।
👉আপনি জীবন থেকে যা কিছুই অর্জন করেছেন তা হজম করতে শিখুন! কারণ যখন খাবার হজম না হয় তখন রোগের বৃদ্ধি ঘটে। 👉একইভাবে, ধন সম্পদ হজম না হলে লৌকিকতা বৃদ্ধি হয়। 👉 কথা হজম না হলে কুৎসা বেড়ে ওঠে। 👉প্রশংসা হজম না হওয়াতে অহংকার বাড়ে। 👉সমালোচনা হজম না হওয়ার কারণে শত্রুতায় বৃদ্ধি ঘটে। 👉দুঃখ হজম না হলে হতাশায় বৃদ্ধি পায়। 👉শক্তি ও বল হজম না হওয়ার ক্ষেত্রে বিপদে বৃদ্ধি ঘটায়।
🤲হে মহান আল্লাহ আমাদের সকল শয়তানি ধোকা থেকে রক্ষা করুন।