ঘরে ঘরে পৌঁছে দাও হোসাইনী পয়গাম
আবদুল হাই শিকদার এক ‘‘নওশার সাজ নাও খুন-খচা আস্তিন, ময়দানে লুটাতে রে লাশ এই খাস্ দিন! হাসানের মতো পিব পিয়ালা সে জহরের, হোসেনের মতো নিব বুকে ছুরি কহরের, আসগর সম দিব বাচ্চারে কোরবান, জালিমের দাদ নেবো, দেবো আজ গোর জান্! সকীনার শেবতবাস দেবো মাতা কন্যার, কাসিমের মতো দেবো জান্ রুধি, অন্যায়। মোহররম! কারবালা! কাঁদো ‘হায় …